সিলেট সদর উপজেলা জাঙ্গাইল পয়েন্টে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গত ২১ এপ্রিল, রবিবার সন্ধ্যায় কার্যালয় উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল হক হাজারী’র সভাপতিত্বে ও সম্পাদক আব্দুল হক সাধু এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন মহানগর শাখার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সেলিম আহমদ, ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কাদির খান, মকসুদ, আমজাদ হোসেন, শামীম আহমদ, জামশেদ খান, সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলামিন, মজিদ ফাহাদ আহমদ প্রমুখ সহ অন্যান্য নেতাকর্মীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, মুক্তিযোদ্ধারা না থাকলে আমরা কখনও একটি স্বাধীন দেশ পেতাম না। জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে এক সাগর রক্তের বিনিময়ে এদেশের স্বাধীনতা এসেছিল। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতি শ্রদ্ধা মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা ভালোবাসা। আমরা সব সময় দেশের কল্যাণে কাজ করে যাবো। কারণ বঙ্গবন্ধু সব সময় কাজ করেছেন।