গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহম্মদ আরশ আলী বলেছেন, প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে সৈয়দ সয়েফ আহমদের অবদান ছিলো অবিস্মরণীয়। দেশ মাতৃকার প্রয়োজনে তিনি ছিলেন এক আপোষহীন সৈনিক। সৎ, নির্ভীক ও অসাম্প্রদায়িক রাজনীতিবিদ হিসেবে দলীয় কার্যক্রমে তার উপস্থিতি ছিলো লক্ষ্যণীয়। দেশের খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিলো তার রাজনীতির প্রধান মূলমন্ত্র। তার রেখে যাওয়া আদর্শ আগামী প্রজন্মের জন্য প্রেরণার উৎস হিসেবে কাজ করবে।
তিনি গণতন্ত্রী পার্টি সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে ২২ এপ্রিল সোমবার বিকালে নগরীর জিন্দাবাজারস্থ কাজী নজরুল ইসলাম একাডেমীতে পার্টির সিলেট জেলা শাখার সহ সভাপতি জননেতা সৈয়দ সয়েফ আহমদ স্মরণে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গণতন্ত্রী পার্টি সিলেট জেলা সভাপতি মোঃ আরিফ মিয়া’র সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার আহমদ এর পরিচালনায় শোক সভায় স্বাগত বক্তব্য রাখেন মহানগর গণতন্ত্রী পার্টির সভাপতি অধ্যাপক প্রাণকান্ত দাস। বক্তব্য রাখেন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, মহানগর শাখার সাধারণ সম্পাদক শ্যামল কপালী, দিরাই উপজেলা সভাপতি অধ্যক্ষ (অবঃ) মিহির রন্জন দাস, সেক্টর কমান্ডার ফোরাম সিলেট জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহীউদ্দিন আহমদ, সাম্যবাদী আন্দোলনের অন্যতম নেতা এডভোকেট রনেন সরকার রনি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (জাসদ) সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহমদ, সাম্যবাদী দল সিলেট জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ ব্রজ গোপাল চৌধুরী, সৈয়দ সয়েফ আহমদের শ্যালক মনসুর আলম, বাসদের সিলেট জেলা আহবায়ক কমরেড আবু জাফর, ন্যাপ সিলেট জেলা সভাপতি এম.এ মতিন, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা আহবায়ক কমরেড উজ্জ্বল রায়, সিপিবি সিলেট জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা সভাপতি কমরেড সিকান্দার আলী, গণতন্ত্রী পার্টি সিলেট জেলা দপ্তর সম্পাদক ও জাতীয় যুব ঐক্য সিলেট জেলা সাধারণ সম্পাদক আজিজুর রহমান খোকন প্রমুখ।